ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুম্বলের পদত্যাগে হতাশ গাভাস্কার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুম্বলের পদত্যাগে হতাশ গাভাস্কার

সুনীল গাভাস্কার

ক্রীড়া ডেস্ক : ভারত ক্রিকেট দলের কোচের পদ থেকে অনিল কুম্বলের পদত্যাগ বেশ আলোড়নই তুলেছে দেশটির ক্রিকেটে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার কুম্বলের পদত্যাগে হতাশ হয়েছেন। কোনো লড়াই ছাড়াই এভাবে কুম্বলের পদত্যাগকে ভালোভাবে নিতে পারেননি তিনি।

। কোহলির নাকি কুম্বলের কোচিং ‘স্টাইল’ পছন্দ নয়। সেটা তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেন। মঙ্গলবার রাতে পদত্যাগের পর কুম্বলে বিবৃতিতে জানিয়েছেন, এটা জানার পর সরে দাঁড়ানো ছাড়া তার কোনো উপায় ছিল না।

কুম্বলের পদত্যাগ নিয়ে গাভাস্কার এনডিটিভিকে বলেছেন, ‘বিরাট ও অনিলের মধ্যে পার্থক্য নিয়ে আমার খুব কম জ্ঞান আছে। কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য এটা সত্যিই দুঃখজনক দিন। অনিল দায়িত্ব নেওয়ার পর ভারত সবকিছুই জিতেছে। আমি এক বছরের মধ্যে অনিলের খুব খারাপ কিছু দেখছি না। পার্থক্য যেকোনো দলেই থাকে, কিন্তু ফলাফল দেখুন।’

অনিল কুম্বলের চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কুম্বলের দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন গাভাস্কার, ‘অনিলের নিশ্চয় কারণ ছিল (পদত্যাগের)। আমি মনে করেছিলাম, অনিল বোধ হয় থেকে যাবেন। যেখানে সিএসি (ক্রিকেট উপদেষ্টা কমিটি) তার প্রতি আস্থা দেখিয়েছে, সেখানে তার থেকে যাওয়াই উচিত ছিল। আশা করি, সে আরো শক্তভাবে ফিরে আসবে। তবে এই প্রথম অনিলের মতো একজন যোদ্ধা উঠে দাঁড়াল না।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়