ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমন চাওয়া কি রিয়ালের জন্য বাড়াবাড়ি?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন চাওয়া কি রিয়ালের জন্য বাড়াবাড়ি?

ক্রীড়া ডেস্ক : এর আগে টানা দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি কোনো ক্লাব। ৩ জুন প্রথম ক্লাব হিসেবে জুভেন্টাসকে উড়িয়ে দিয়ে টানা দুই মৌসুম শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

এবার তারা লক্ষ্য স্থির করেছে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার। এই চাওয়াটা কী রিয়ালের জন্য বাড়াবাড়ি পর্যায়ের? যেখানে বার্সেলোনা ও তার সমমানের অনেক ক্লাবই রয়েছে ইউরোপে! তবে জিনেদিন জিদানের তত্ত্বাবধানে রিয়াল মাদ্রিদ যে ফর্মে আছে তাতে হয়তো এই চাওয়াটা তাদের জন্য বাড়াবাড়ি পর্যায়ের কিছু নয়। যেমনটা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ‘রিয়াল মাদ্রিদ সব সময়ই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত। আমরা ইতিহাস গড়তে চাই। চাই টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে। এটা আমাদের নতুন উদ্দীপক। খেলোয়াড়দের সঙ্গে ইতিমধ্যে এ বিষয়ে কথা বলা হয়েছে।’

ফুটবল বিশ্বে রিয়াল মাদ্রিদের ভাবমূর্তি কেমন? ফ্লোরেন্তিনো পেরেজ সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? এমন প্রশ্নের জবাবে রিয়াল মাদ্রিদের সভাপতি বলেন, ‘খেলাধুলা ও অর্থনৈতিক প্রকল্পের দিক দিয়ে আমরা শীর্ষে থাকতে চাই। বর্তমানে আমরা বিশ্বের ৪০০টি স্কুল নিয়ে কাজ করছি। ১ হাজার স্কুল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা আরো কাজ করতে চাই।  সবকিছুতে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমার জীবনে আমি কখনো কোনো রেফারি, কোনো খেলোয়াড় কিংবা কোচের সমালোচনা করিনি। কারো না। বার্নাব্যুতে আমাদের যে পরিবেশ সেটা ব্যতিক্রমধর্মী। কোচ, খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে অন্যরকম সম্পর্ক। বিশেষ করে রোনালদোর সঙ্গে। পৃথিবীর প্রায় সব শিশুরাই রোনালদোর সঙ্গে ছবি তুলতে চায়। এটা আমাদের খ্যাতি ও মর্যাদা বাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাই প্রথম কোনো ক্লাব যারা সবার আগে ১০০ মিলিয়ন ফলোয়ার পেয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়