ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সম্ভব হলে মেসিকেও দলে ভেড়াতেন রিয়ালের সভাপতি!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্ভব হলে মেসিকেও দলে ভেড়াতেন রিয়ালের সভাপতি!

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবল বিশ্বের দুই মহাতারকা। একজন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। অন্যজন বার্সেলোনার হয়ে। এই দুই ক্লাবের মধ্যে আবার চিরপ্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে বহুকাল ধরে। তাই ক্লাব দুটির মধ্যে মাঠের লড়াইয়ের বাইরেও লড়াই হয়। তবে বুধবার রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন লিওনেল মেসি যদি রিয়ালের হয়ে খেলত তাহলে সেটা দারুণ কিছু হত এবং তারা সেটাকে ভালোবাসতেন।

পেরেজ বলেন, ‘মেসি যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলত তাহলে সেটা নিঃসন্দেহে দারুণ কিছু হত এবং আমরা সেটা খুব পছন্দও করতাম। তবে সে কিশোর বয়স থেকেই বার্সায় ছিল। তাই তাকে দলে নেওয়াটা সম্ভব ছিল না। আর সেটা সম্ভব হবে বলেও মনে হয় না।’

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার ১৩ বছর বয়স থেকে বার্সেলোনায় আছেন। গেল ১৭ বছর ধরে কাতালানদের হয়ে খেলছেন। এ পর্যন্ত বার্সার জার্সি গায়ে তিনি ৫৮৫ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫১০টি। গোলে সহায়তা করেছেন ২৩১টি। ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। তার মতো একজন খেলোয়াড়কে শুধু রিয়াল মাদ্রিদ কেন, যেকোনো ক্লাবই পেতে চাইবে এবং ভালোবাসবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়