ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোনালদোর গোলে পর্তুগালের জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোর গোলে পর্তুগালের জয়

গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন গোলহীন, মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ে জয়হীন থাকে তার দল পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে গোল পেলেন পর্তুগিজ অধিনায়ক, জয়ের স্বাদ পেল তার দলও।

ফিফা কনফেডারেশনস কাপে কাল মস্কোতে স্বাগতিক রাশিয়াকে রোনালদোর একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

রোনালদো পর্তুগালের জয়সূচক গোলটা করেছেন ম্যাচের শুরুতেই। অষ্টম মিনিটে রাফায়েল আদেলিনোর বাড়ানো ক্রসে রোনালদোর হেড খুঁজে নেয় রাশিয়ার জাল। পর্তুগালের হয়ে শেষ আট ম্যাচে এটি রোনালদোর ১৩তম গোল। রোনালদোর ওই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধানে গড়ে দেয়।



দারুণ জয়ে শীর্ষে মেক্সিকো

দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে মেক্সিকো। পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের শেষ দিকে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ক্রিস উড। কনফেডারেশন কাপে ছয় ম্যাচে এটিই নিউজিল্যান্ডের প্রথম গোল! তবে দ্বিতীয়ার্ধে রাউল জিমিনেজ ও অরিবি পেরাল্টার গোলে দারুণ জয় পায় মেক্সিকো।

এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে পর্তুগালের পয়েন্টও ৪। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে মেক্সিকো। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে স্বাগতিক রাশিয়া আছে তিনে। দুই ম্যাচের দুটিতেই হারা নিউজিল্যান্ড আছে সবার নিচে।     



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়