ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার টেস্ট অধিনায়কত্ব পাচ্ছেন সরফরাজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার টেস্ট অধিনায়কত্ব পাচ্ছেন সরফরাজ

সরফরাজ আহমেদ

ক্রীড়া ডেস্ক : বর্তমানে পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক তিনি। কদিন আগে তার নেতৃত্বেই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছে পাকিস্তান। সরফরাজ আহমেদ এবার পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বও পেতে যাচ্ছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিনিয়র এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সরফরাজকে টেস্ট অধিনায়ক করার বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান লন্ডন থেকে দেশে ফেরার পর গভর্নিং বডির বৈঠকে এটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘এটি এখন আনুষ্ঠানিকতা মাত্র, পিসিবি চেয়ারম্যান দেশে ফিরে ঘোষণা দেবেন। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এটা চূড়ান্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে সফরে মিসবাহ-উল-হকের ডেপুটি হিসেবে কাজ করা সরফরাজ টেস্ট অধিনায়কের দায়িত্ব নেবেন।’

সাত বছর টেস্ট অধিনায়কত্বের পর গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে অবসর নেন মিসবাহ। ২০১০ সাল থেকে পাকিস্তানের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কও তিনিই।

জুলাইয়ে বাংলাদেশ সফর বাতিল করা পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস। 



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়