ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেয়েদের বিশ্বকাপের খুঁটিনাটি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়েদের বিশ্বকাপের খুঁটিনাটি

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডে ২৪ জুন শুরু হচ্ছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের এগারতম আসর। আট দলের টুর্নামেন্ট শেষ হবে ২৩ জুলাই।

আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব পেরিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

২৪ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে মেয়েদের বিশ্বকাপের খুঁটিনাটি আরো কিছু বিষয় জেনে নেওয়া যাক:

#রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্ট। যেখানে প্রতিটা দল সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।

#নকআউট পর্ব শুরুর আগে প্রতিটা দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

#লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

#প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

#টুর্নামেন্টের ভেন্যুগুলো হলো- লর্ডস (লন্ডন), কাউন্টি গ্রাউন্ড (ডার্বি), ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড (ব্রিস্টল), গ্রাস রোড (লেস্টার), কাউন্টি গ্রাউন্ড (টাউন্টন)।

#নারী বিশ্বকাপ শুরু হয়েছিল ছেলেদের বিশ্বকাপ শুরুর দুই বছর আগে ১৯৭৩ সালে। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টুর্নামেন্টের শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

#সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

সর্বোচ্চ রান সংগ্রাহক: নিউজিল্যান্ডের ডেবি হকলি। ১৯৮২ থেকে ২০০০ পর্যন্ত তিনি করেন ১৫০১ রান।

সর্বোচ্চ উইকেটশিকারি: অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন। ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত ৩৯ উইকেট নেন তিনি।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: বেলিন্ডা ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে করেছিলেন অপরাজিত ২২৯ রান।

এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান: ১৯৯৭ টুর্নামেন্টে ডেবি হকলি করেছিলেন ৪৫৬ রান।

এক টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট: ১৯৮২ বিশ্বকাপে ২৩ উইকেট নিয়েছিলেন লিন ফুলস্টন।

দলীয় সর্বোচ্চ রান: অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ৪১২ রান, ১৯৯৭ টুর্নামেন্টে ডেনমার্কের বিপক্ষে।

দলীয় সর্বনিম্ন রান: ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ২৭ রান।

২০১৭ টুর্নামেন্টের ম্যাচ অফিশিয়াল:

আম্পায়ার:
গ্রেগরি ব্রাফেট, ক্রিস ব্রন, অনিল চৌধুরী, শন জর্জ, আদ্রিয়ান হোল্ডস্টোক, এহসান রাজা, ল্যাংটন রুসারি, শরফুদ্দৌলা ইবনে সৈকত ও পল উইলসন, ক্যাথি ক্রস, সু রেডফার্ন, ক্লারি পলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস।

ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন, স্টিভ বার্নার্ড ও ডেভিড জুকস।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়