ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ট্রেলিয়া সফরে আত্মবিশ্বাসী তারা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া সফরে আত্মবিশ্বাসী তারা

হাই পারফরম্যান্স দলের সতীর্থের সঙ্গে এনামুল হক বিজয়ের সেলফি। ছবি: ফেসবুক

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছিলেন এনামুল হক বিজয়। পেসার সাইফউদ্দিনের অভিষেক হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিজয়ের ওয়ানডে ও টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও সাইফউদ্দিনের নেই। শিগগিরই সেই স্বপ্নটাও পূরণ করতে চান সাইফউদ্দিন।

অন্যদিকে বিজয় ফিরতে চান জাতীয় দলে। দুই ক্রিকেটার জাতীয় দলের সিঁড়ি হিসেবে টার্গেট করেছেন আসন্ন অস্ট্রেলিয়া সফর। হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করবেন বিজয়, সাইফউদ্দিন।

আগামী ১ জুলাই ঢাকা ছাড়বে হাই পারফরম্যান্স দলের ১৬ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রাদেশিক দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে, দুটি দুই দিনের এবং একটি তিন দিনের ম্যাচ খেলবে এইচইপির দলটি। প্রতিপক্ষ দলটিও শক্তিশালী হবে। কারণ অস্ট্রেলিয়ায় যখন মৌসুম শেষ হয়, তখন ডারউইনে মৌসুম শুরু হয়। তখন ওখানে অনেক খেলোয়াড় এসে খেলে। ওখান থেকে খেলোয়াড় বাছাই করে একটা দল গড়ে এইচপি স্কোয়াডের বিপক্ষে খেলবে।

মঙ্গলবার থেকে এইচপি দলে অনুশীলন শুরু হয়েছে। ঈদের আগে আজই শেষ অনুশীলন করেছে দলটি। অনুশীলন শেষে এইচপি দলে থাকা এনামুল হক বিজয়, সাইফউদ্দিন ও আবু হায়দার রনি নিজেদের প্রত্যাশার কথা শুনিয়েছেন গণমাধ্যমকে।

বিজয় বলেছেন, ‘চেষ্টা করব ভালো কিছু করার। আমি নিজে খুব রোমাঞ্চিত ভালো কিছু করার জন্য। অস্ট্রেলিয়া আমার জন্য বরাবরই লাকি। আমার কাছে মনে হয়, ভালো একটি সফর হবে। জাতীয় দলে ফেরার জন্য প্রতিটি ম্যাচই আমার কাছে খুব জরুরী, বাংলাদেশের সেরা পারফরমারগুলোই এই দলে আছে। আমরা সত্যিই খুব খুশি এমন একটা দল পেয়ে। আমার কাছে মনে হয় দলটা ব্যালেন্স। দলে ব্যাটসম্যান-বোলাররের পাশাপাশি বেশ কিছু অলরাউন্ডার আছে। আশা করি, দল হিসেবে আমরা ভালো কিছু করতে পারব।’

সাইফউদ্দিনের কন্ঠেও ছিল আত্মবিশ্বাসের সুর, ‘প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছি। পাশাপাশি হেলমটের অধীনে এটাই প্রথম সফর। শুনেছি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতোই কন্ডিশন হতে পারে। আশা করি, সফর ভালো হবে। আমরা সবাই আশাবাদী ও আত্মবিশ্বাসী। আমরা যেখানেই ক্রিকেট খেলি, আমরা চেষ্টা করি ভালো কিছু করার। নির্বাচকদের নজরে আসার। এই সফর আমি ওভাবেই দেখছি। দেখা যাক যদি সুযোগ পাই প্রথম থেকে তাহলে ভালো করার চেষ্টা করব। পাশাপাশি ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো করার চেষ্টা করব। আমরা আশাবাদী।’

পেসার আবু হায়দার রনি বলেছেন ভিন্ন কথা, ‘আমাদের চ্যালেঞ্জের কিছু নেই। আমরা যাচ্ছি শেখার জন্য। আমাদের মূল ফোকাস ওখান থেকে কিছু শিখে আসা। কোচ এবং টিম ম্যানেজমেন্ট আমাদের সেভাবেই উপভোগ করতে বলেছেন। কেননা ভবিষ্যতে জাতীয় দলে খেলার জন্য এখনকার অভিজ্ঞতাগুলো কাজে লাগবে।’




রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়