ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফাস্ট বোলার হতে চেয়েছিলেন শাদাব খান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাস্ট বোলার হতে চেয়েছিলেন শাদাব খান

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের স্পিনার শাদাব খান অল্প সময়ে নিজেকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন। বলতে গেলে সাম্প্রতিক সময়ের আলোচিত একজন স্পিনার তিনি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছেন এই তরুণ। তুলে নিয়েছিলেন যুবরাজ সিং ও কেদার যাদবের উইকেট। মজার ব্যাপার হল শাদাব খান স্পিনার হতে চাননি, চেয়েছিলেন ফাস্ট বোলার।

এ বিষয়ে তিনি বলেন, ‘ক্লাব ক্রিকেটে আমি ফাস্ট বোলার হিসেবে শুরু করেছিলাম। আমি আসলে ফাস্ট বোলারই হতে চেয়েছিলাম। কিন্তু আমার ক্লাবের প্রেসিডেন্ট আমাকে লেগ স্পিনার হতে বলেন। তারপর থেকে আমি লেগ স্পিন বোলিংয়ে জোর দিই।’

পাকিস্তানের মতো দেশে যেখানে সেনসেশনাল ফাস্ট বোলার তৈরি হয় সেখানে পেসার হতে চাওয়াটা দোষের কিছু নয়। এক সময় ওয়াকার ইউনুস, ইমরান খান ফজল মাহমুদ, ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারের মতো বিশ্বসেরা ফাস্ট বোলার তৈরি করেছে পাকিস্তান। এরপর ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমিররা তাদের উত্তরসূরি হিসেবে ক্রিকেট বিশ্ব মাতাচ্ছেন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শাদাব খানের সেরা দুটি উইকেটের বিষয়ে জানতে চাইলে শাদাব বলেন, ‘জো রুট ও যুবরাজ সিং ক্রিকেট বিশ্বের অন্যতম দুজন সেরা ব্যাটসম্যান। তাদের উইকেট নেওয়াটা আমি বেশ উপভোগ করেছি।’

শাদাব খান পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে তার মেন্টর হিসেবে মানেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়