ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোন দল কত সালে টেস্ট মর্যাদা পেয়েছিল?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোন দল কত সালে টেস্ট মর্যাদা পেয়েছিল?

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট বিশ্বের টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা এখন ১২টি। সর্বশেষ দুটি দেশ হিসেবে আজ টেস্ট মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ১৮৭৭ সালের পর এই প্রথম একসঙ্গে দুটি দল টেস্ট খেলার অনুমোদন পেল।

এর আগে ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একসঙ্গে সর্ব প্রথম টেস্ট মর্যাদা পেয়েছিল। তার ১২ বছর পর (১৮৮৯) টেস্ট স্ট্যাটাস পায় দক্ষিণ আফ্রিকা। ১৯২৮ সালে চতুর্থ কোনো দেশ হিসেবে কুলিন ক্লাবে প্রবেশ করে ওয়েস্ট ইন্ডিজ। তার দুই বছর পর (১৯৩০) পাঁচ দিনের ক্রিকেট খেলার অনুমতি পায় নিউজিল্যান্ড। ১৯৩২ সালে ষষ্ঠ কোনো দল হিসেবে ভারত টেস্ট খেলার মর্যাদা পায়।

ভারতের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০ বছর পর (১৯৫২) পাকিস্তান টেস্ট মর্যাদা পায়। তার ৩০ বছর পর (১৯৮২) অষ্টম কোনো দল হিসেবে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা। ১৯৯২ সালে নবম দল হিসেবে টেস্ট আঙ্গিনায় প্রবেশ করে জিম্বাবুয়ে। ২০০০ সালে সবশেষ ও দশম দল হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছরের মাথায় আজ বৃহস্পতিবার টেস্ট খেলুড়ে দেশের তালিকায় ‍যুক্ত হল আয়ারল্যান্ড ও আফগানিস্তান।

এবার চলুন দেখে নেওয়া যাক কোন দল কত সালে টেস্ট মর্যাদা পেয়েছে :

দল                                   সাল

অস্ট্রেলিয়া                          ১৮৭৭

ইংল্যান্ড                             ১৮৭৭

দ. আফ্রিকা                        ১৮৮৯

ও. ইন্ডিজ                         ১৯২৮

নিউজিল্যান্ড                       ১৯৩০

ভারত                               ১৯৩২

পাকিস্তান                            ১৯৫২

শ্রীলঙ্কা                              ১৯৮২

জিম্বাবুয়ে                         ১৯৯২

বাংলাদেশ                         ২০০০

আফগানিস্তান                     ২০১৭

আয়ারল্যান্ড                     ২০১৭।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়