ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাবে আইসিসি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাবে আইসিসি

ক্রীড়া ডেস্ক : ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর বড় দলগুলো এখন পর্যন্ত পাকিস্তান সফর করেনি। জিম্বাবুয়ে ও আফগানিস্তান এ সময়ে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক সিরিজ খেলেছে। পাশাপাশি চলতি বছরের মার্চে পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ লাহোরে আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।কড়া নিরাপত্তায় ম্যাচ আয়োজনে সুনাম কুড়ায় পাকিস্তান।

সফলভাবে ম্যাচ আয়োজন করায় পিসিবি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার দাবি তুলেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ আয়োজনে সাহায্য করার কথা জানিয়েছে। সদ্য সমাপ্ত বোর্ড সভায় লন্ডনে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আইসিসি ম্যাচ আয়োজনের জন্য সহযোগীতা করবে পিসিবির সঙ্গে চুক্তি করেছে।

চলতি বছরের শেষ দিকে বিশ্ব একাদশ পাকিস্তান সফর করতে পারে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে পাকিস্তান একাদশের বিপক্ষে। ম্যাচগুলো হবে লাহোরে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনায় রয়েছে বিষয়গুলো। পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে আইসিসি বিশ্ব একাদশ তৈরি করে পাকিস্তান পাঠাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়