ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব রেকর্ড গড়লেন মিতালি রাজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব রেকর্ড গড়লেন মিতালি রাজ

শট খেলছেন মিতালি রাজ

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডে আজ থেকে শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছে ভারত। এই ম্যাচে ভারতের অধিনায়ক মিতালি রাজ ৭৩ বলে ৮ চারে ৭১ রান করেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। এটা তার টানা সপ্তম অর্ধশতক। যা মেয়েদের ক্রিকেট ইতিহাসে আর কারো নেই।

এর আগে টানা ষষ্ঠ অর্ধশতক হাঁকিয়েও রেকর্ডে ভাগ বসান তিনি। সেটা ছিল লিন্ডসে রিলার, শার্লট এডওয়ার্ডস ও ইলসে পেরির সঙ্গে সর্বোচ্চ টানা ছয়টি অর্ধশতক হাঁকানোর যৌথ রেকর্ড। এবার তাদের পেছনে ফেলে বিশ্বরেকর্ডটিই গড়ে ফেললেন মিতালি।

তার আগের ছয়টি ইনিংস ছিল ঠিক এরকম- ৭০*, ৬৪, ৭৩*, ৫১*, ৫৪* ও ৬২*। আজ তিনি করেছেন ৭১ রান। এটা তার ক্যারিয়ারের ৪৭তম অর্ধশতক। যা মেয়েদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

মিতালি রাজ মেয়েদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। ১৯৯৯ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। রান করেছেন ৫ হাজার ৭৮১টি। যার গড় ৫২.০৮।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়