ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ছিটকে গেলেন বল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিটকে গেলেন বল

জেক বল

ক্রীড়া ডেস্ক : হাঁটুর চোটের কারণে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে খেলতে পারবেন না নটিংহামশায়ারের ইংলিশ পেসার জেক বল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

গত মঙ্গলবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় হাঁটুতে চোট পান বল। পরে স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আগামী শনিবার লর্ডসে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে সারের মুখোমুখি হবে নটিংহামশায়ার। একই মাঠে ৬ জুলাই শুরু হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আগামী সপ্তাহে টেস্ট দল ঘোষণা করবেন ইংল্যান্ডের নির্বাচকরা।

বল এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন। ঘরের মাঠে কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের চার ম্যাচেই খেলেছেন ২৬ বছর বয়সি এই পেসার।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়