ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গো-ভক্তির নামে মানুষ খুন গ্রহণযোগ্য নয় : মোদি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গো-ভক্তির নামে মানুষ খুন গ্রহণযোগ্য নয় : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গরু ভক্তির নামে মানুষ খুন করা মেনে নেওয়া যায় না। মহাত্মা গান্ধী কখনোই একে সমর্থন করতেন না।’

মোদি ক্ষমতায় আসার পর গো-রক্ষার নামে বা গোমাংস বিতর্ককে কেন্দ্র করে ভারতজুড়ে একের পর হিংসাত্মক ঘটনা ঘটে চলছে। প্রতিটি ঘটনাতেই নাম জড়াচ্ছে বিজেপির বা কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলির। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৩টি এ ধরণের ঘটনা হয়েছে, যেখানে মুসলমান ব্যক্তিকে চিহ্নিত করে মারধর করা হয়েছে। গত তিনমাসে এধরণের গণপিটুনিতে মৃত্যু হয়েছে অন্তত ছয়জন মুসলমানের।

এ বিষয়ে মোদির নীরব ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপনের জন্য বিশেষ কর্মসূচি আয়োজিত হয়েছে গুজরাটে। বৃহস্পতিবার মোদি সেই কর্মসূচির উদ্বোধন করেছেন। সেখানে নিজের ভাষণে তিনি গান্ধীর অহিংসা নীতির পক্ষেই কথা বলেছেন।

মোদি বলেছেন, ‘গো-রক্ষার অর্থ কি এক জন মানুষকে খুন করা? কখনোই নয়। অহিংসাই আমাদের জীবনের পথ।’

গো-সম্পদ রক্ষার জন্য হিংসাত্মক পথ নেওয়ার প্রয়োজন পড়ে না বলেও মন্তব্য করেন তিনি। গো-রক্ষার নামে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মোদি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়