‘হৃদয় ভেঙেছে’ রাবাদার
কাগিসো রাবাদা
ক্রীড়া ডেস্ক : হয়তো হতাশা থেকেই বেন স্টোকসকে আউট করার পর অমন ‘অশালীন’ ভাষা ব্যবহার করেছিলেন কাগিসো রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসার ধরা পড়ে যান তার কথাগুলো স্টাম্প মাইকে শোনা যাওয়ায়। যার কারণে শাস্তি হিসেবে পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা। তার জাতীয় দলের সতীর্থ টেম্বা বাভুমা জানিয়েছেন, এরকম ঘটনায় নিষিদ্ধ হয়ে ‘হৃদয় ভেঙেছে’ রাবাদার!
গত ফেব্রুয়ারিতে কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নিরোশান ডিকভেলার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাবাদা। গত বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিন স্টোকসকে গালি দিয়ে পেয়েছেন আরো একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ট্রেন্ট ব্রিজ টেস্টে খেলতে পারবেন না তরুণ এই পেসার।
শনিবার তৃতীয় দিনের খেলা শেষে বাভুমা জানিয়েছেন, স্টোকসকে ইচ্ছা করে ওসব বলেননি রাবাদা, ‘রাবাদা খুব আবেগি একজন মানুষ। সে যা করেছে সেটা কোনো খারাপ উদ্দেশ্যে করেনি। সে পরিণতি সম্পর্কে সচেতন ছিল। পুরো ব্যাপারটাই হয়েছে আবেগের বশে। দলকে সে এরকম একটা অবস্থায় ফেলেছে, এটা ভেবে তার হৃদয় ভেঙেছে।’
রাবাদার এই নিষেধাজ্ঞা মানতে পারছেন না প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ, ‘এটা খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল। কেউ এটা নিয়ে কিছু বলেনি, লেখালেখিও হয়নি। শুধুমাত্র স্টাম্প মাইকে শোনা গেছে বলেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমার মনে হয় না ওটা বেন স্টোকসকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। ওটা পুরোটাই হতাশা থেকে এসেছিল।’
রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৭/পরাগ
রাইজিংবিডি.কম