ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৩ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

শাকির হোসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের তিন উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করে কয়েকজনের কাছে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় স্ব-স্ব থানায় জিডি করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান রাইজিংবিডিকে জানান, তার নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে। এ ছাড়া রোববার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বৈঠকে গেলে সহকর্মী ওসমানীনগরের ইউএনও মো. মনিরুজ্জামান তার নম্বর ক্লোন করে চাঁদা চাওয়া হচ্ছে বলে জানান।

মুহাম্মদ আসাদুজ্জামান আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পেরেছেন টাঙ্গাইলের ঘাটাইলের ইউএনওর নম্বরও ক্লোন হয়েছে।

এ ছাড়া বিশ্বনাথের ইউএনও অমিতাভ পরাগ তালুকদারের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শহিদুজ্জামান চৌধুরী রাইজিংবিডিকে জানান, বিষয়টি খুব উদ্বেগজনক। যারাই এ ধরনের কাজে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনো ঘটনাটি জানেননি বলে জানান।

 

 

রাইজিংবিডি/সিলেট/১৭ জুলাই ২০১৭/শাকির হোসাইন/উজ্জল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়