ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ওয়ালটন-এটিএন বাংলা কুইজের পুরস্কার বিতরণ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-এটিএন বাংলা কুইজের পুরস্কার বিতরণ

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ড. মাহফুজুর রহমান, মো. হুমায়ুন কবীর ও লায়ন এম কে বাশার

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলা, ওয়ালটন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানভিত্তিক কুইজ, ডেইলি কুইজ ও মেগা কুইজ- এই তিন ক্যাটাগারিতে প্রতিযোগিতা হয়।

সোমবার বিএফডিসিতে দুপুর ১২টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

মো. হুমায়ুন কবীর বলেন, ‘যারা পথ দেখায় তারা এগিয়ে যাবে। গত ১৫ জুলাই এটিএন বাংলা ২১ বছরে পা রেখেছেন। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে আসার পরে জানতে পেরেছি, আপনারা অনুষ্ঠান দেখে সারা রাত অনেক কষ্ট করে এসএমএস করেছেন। আপনাদের কষ্টের ফল হচ্ছে পুরস্কার। খুব কম সময়ের মধ্যে পুরস্কারটি আপনাদের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ।’ 



তিনি বলেন, ‘এই দেশটি আমাদের। অনেক কষ্টের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অনেক মা-বোনের ইজ্জত আর শহীদদের রক্তের বিনিময়ে এই দেশে পেয়েছি। কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারিনি। অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। এটি আমাদের অর্জন করতে হবে। আমরা মধ্যম আয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা মধ্যম আয়ের দেশে হব। আমাদের দেশের জিনিসগুলো ব্যবহার করব। আমরা যদি দেশের পণ্য ব্যবহার না করে দেশের বাইরের পণ্য ব্যবহার করি তাহলে এ দেশ কখনো উন্নত হবে না। শুধু ওয়ালটন নয়, আমাদের দেশের পণ্য আমরা ব্যবহার করব। আমি বলব, আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব।’

লায়ন এম কে বাশার বলেন, ‘এটিএন বাংলা ২১ বছর আগে শুরু হয়েছিল। দীর্ঘ পথ পারি দিয়ে এখন তারা শীর্ষে অবস্থান করছে। এখন বাংলাদেশের মানুষ টেলিভিশন কেনার কথা চিন্তা করলে প্রথমে ওয়ালটন টেলিভিশনের কথা ভাবে। কারণ, ওয়ালটন টেলিভিশনের দাম বিদেশি টেলিভিশনের তুলনায় অনেক কম। তাই আসুন আমরা সবাই মিলে দেশের কথা ভাবি, দেশের পণ্য ব্যবহার করি।’

এটিএন বাংলার চেয়ারম্যান চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ‘শুরুতেই ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশারকে ধন্যবাদ জানাই। কারণ, উনারা দুজনই অনেক বছর ধরে আমাদের সঙ্গে রয়েছেন। ওয়ালটন এর আগেও আপনাদের পুরস্কার দিয়েছে। আশা করছি, আগামীতেও দেবে। আগামীতে অনুষ্ঠানমালা আরো কমপ্যাক্ট করার চেষ্টা করব। আরো নতুন কিছু বিষয় নিয়ে আসব।’

তিনি আরো বলেন, ‘ওয়ালটন এখন টেলিভিশনের সকল যন্ত্রাংশ নিজেরাই তৈরি করে। এসব যন্ত্রাংশ বিদেশেও রপ্তানি করে। এটা আমাদের জন্য গর্বের।’

অনুষ্ঠানে এটিএন বাংলার পরিচালক নেছার আহম্মেদ উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানভিত্তিক কুইজে পুরস্কার হিসেবে ৫২টি ওয়ালটন মোবাইল ফোন সেট এবং ডেইলি কুইজে সাতটি ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়েছে।

যারা ওয়ালটন মোবাইল ফোন পেয়েছেন তারা হলেন- কুমিল্লা থেকে আব্দুল ওয়াদুদ দুটি মোবাইল নাম্বার থেকে আটটি, উত্তরা থেকে মোহাম্মদ রাহাত চারটি মোবাইল নাম্বার থেকে চারটি, লক্ষ্মীবাজার থেকে তানভির মাহমুদ দুটি মোবাইল থেকে দুটি, গেন্ডরিয়া থেকে মুশফিকুর রহমান একটি নাম্বার থেকে চারটি, চাঁদপুর থেকে শহিদুল হক একটি নাম্বার থেকে একটি, ঢাকা থেকে এম এ হামিদ দুটি মোবাইল নাম্বার থেকে দুটি, গেন্ডারিয়ার নারগিস আক্তার দুটি নাম্বার থেকে দুটি, ডেমরা থেকে শফিউল্লাহ দুটি মোবাইল নাম্বার থেকে চারটি, আনোয়ার হোসেন একটি মোবাইল নাম্বার থেকে ছয়টি, মাদারীপুর থেকে দুটি নাম্বার থেকে দুটি, ঢাকা থেকে হিমেল একটি মোবাইল নাম্বার থেকে একটি, পিরোজপুর থেকে মনির হোসেন একটি মোবাইল নাম্বার থেকে একটি, কুমিল্লা থেকে আবুল খায়ের দুটি মোবাইল নাম্বার থেকে দুটি, ঢাকার পারভেজ হোসেন একটি মোবাইল নাম্বার থেকে একটি।

ওয়ালটনের সাতটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন বিজয়ী হয়েছেন- কুমিল্লা থেকে আব্দুল ওয়াদুদ একটি, লাকসাম থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একটি, চাঁদপুর থেকে সাগর সাহা দুটি, চাঁদপুর থেকে মোহাম্মদ জানে আলম দুটি, কুমিল্লা থেকে আবুল খায়ের একটি।

মেগা কুইজ বিজয়ী ঢাকা–ব্যাংকক-ঢাকা ভ্রমণের সুযোগ পেয়েছেন গেন্ডারিয়ার মুশফিকুর রহমান।




রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/রাহাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়