ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রেকর্ড গড়ে চেলসিতে যাচ্ছেন মোরাতা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ড গড়ে চেলসিতে যাচ্ছেন মোরাতা

ক্রীড়া ডেস্ক: ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আলভারো মোরাতার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। ম্যানইউ রোমেলু লুকাকুকে দলে ভেড়ানোয় সেই গুঞ্জনের অবসান হয়েছে। তবে মোরাতা ইংলিশ লিগের আরেক ক্লাব চেলসিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ গনমাধ্যম মার্কা।

রিয়াল মাদ্রিদ থেকে নাকি ৮০ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দিচ্ছেন মোরাতা। আর সেটি নিশ্চিত হলে তিনি হবেন বিশ্বের দামি ট্রান্সফারের খেলোয়াড়দের তালিকায় অষ্টম। এ তালিকায় শীর্ষে রয়েছেন ২০১৬ সালে জুভেন্টাস থেকে ১০৬ মিলিয়ন ইউরোতে ম্যানইউতে আসা পল পগবা। তবে স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ ট্রান্সফারে ইতিহাস গড়তে যাচ্ছেন মোরাতা।

সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে মোরাতার ইংলিশ লিগে যোগ দেওয়া বলতে গেলে অনেকটাই নিশ্চিত। কারণ ইতিমধ্যেই স্প্যানিশ এ তারকাকে বিদায় জানাতে শুরু করেছেন রিয়ালের বিভিন্ন খেলোয়াড়রা। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস তার শুভ কামনা করে টুইটারে জানান, ‘মোরাতা আমি তোমার ভালো কামনা করছি। তোমার পরবর্তী ঠিকানায় বেশ ভালো উপভোগ করো এবং গোল করা চালিয়ে যাও। আমি তোমাকে মিস করবো।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইস্কো জানান, ‘ভাই, তুমি এখন চলে যাচ্ছ। আমি তোমাকে (মোরাতা) খুব মিস করতে যাচ্ছি। আমি শুধু আশা করবো তুমি সুখে থাকবে এবং তোমার সম্ভাব্য সব কিছু জয় করবে। আমি তোমাকে ভালবাসি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়