ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সামারাবীরা অধ্যায়ের অবসান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামারাবীরা অধ্যায়ের অবসান

ক্রীড়া প্রতিবেদক : ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান থিলান সামারাবীরা। প্রায় এক বছর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার পর তার অধ্যায়ের অবসান হলো। ব্যাটিং পরামর্শক হিসেবে তাকে আর রাখা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, সামারাবীরাকে আমরা আর রাখছি না। তার সম্পর্কে খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক ও নেতিবাচক  মন্তব্য পেয়েছি। সব মিলিয়ে তাকে আর রাখা হচ্ছে না। শিগগিরই নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হবে।’

গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মার্ক ডোরিয়ান ও’নীল। তিনি নিউজিল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও মিডলসেক্সের হয়ে কাজ করেছেন। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে পারেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়