ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোহলির ভারতের ‘পরিবর্তন’ হয়েছিল শ্রীলঙ্কায়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলির ভারতের ‘পরিবর্তন’ হয়েছিল শ্রীলঙ্কায়

ক্রীড়া ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। ২০১৫ সালে যখন ভারতীয় দল শ্রীলঙ্কা সফর করে, তখন পুরো দল নতুন করে গড়ে তোলার অপেক্ষায় ছিল। টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল সাতে। সেই ভারত এখন টেস্টের এক নম্বর দল। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে শ্রীলঙ্কা সফর দিয়ে তাদের নতুন করে পথচলা শুরু হয়। লঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে ভারত।

বিরাট কোহলির নেতৃত্বে সেবারই প্রথম টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া। কিন্তু গলে প্রথম টেস্টে হারের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে কম কথা হয়নি। সেই কোহলি ওই সময়টাকে বলেছেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে ‘‘আইকোনিক’’ মুহূর্ত।’

শ্রীলঙ্কায় পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিরাট কোহলি বলেন, ‘আমাদের এখনো মনে আছে, আমরা অস্ট্রেলিয়া থেকে মাত্রই ফিরে শ্রীলঙ্কা সফর করি। আমরা ছিলাম র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর দল। ওই সময়টা ছিল আমাদের হাতবদলের সময়। আমি মনে করি, ১২ থেকে ১৫ মাসে আমরা পাল্টে যাই। এখন আমরা নম্বর ওয়ান। মাত্রই আমরা এ পজিশনে এসে পৌঁছেছি।’

’আমি এবং আমার দল মনে করে, এ শ্রীলঙ্কাতেই আমাদের পথচলা শুরু হয়েছিল। গল টেস্ট হারের পর আমরা গর্তে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে আমরা একসঙ্গে হয়ে পুরো চিত্রটা পাল্টে দিই। আমি মনে করি, ওটা ছিল ‘আইকোনিক’। যার কারণে আমরা শেষ দুই বছরে এতটা উন্নতি করতে পেরেছি’- বলেন কোহলি।



২০০৯ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে ভারত। এ সফরে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে বিরাট কোহলি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় খেলা এতটা সহজ জয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করছি, যখন খেলা শুরু হবে সবাই ছন্দে ফিরে আসবে। খেলা শুরু হলে সব এক জায়গায় চলে আসবে।’

দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ২৬ জুলাই, গলে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়