ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ চামিন্দা ভাস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 শ্রীলঙ্কার পেস বোলিং কোচ চামিন্দা ভাস

ক্রীড়া ডেস্ক : ২৬ জুলাই থেকে ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার। ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তিনি আর কেউ নন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা পেসার চামিন্দা ভাস।

আজ শুক্রবার তাকে পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়। অবশ্য গেল বছরের আগস্ট থেকে তিনি শ্রীলঙ্কা দলের বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার ভারত সফরকে সামনে রেখে বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

চামিন্দা ভাস নব্বই দশকের মাঝামাঝিতে অপ্রতিরোধ্য পেস বোলার ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ভাস ও মুত্তিয়া মুরালিধরন মিলে শ্রীলঙ্কার বোলিং বিভাগকে দুর্দমনীয় করে তুলেছিলেন। ভাস ১১১ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৩৫৫টি। আর ৩২২ ওয়ানডে ম্যাচে তিনি উইকেট শিকার করেছেন ৪০০টি।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়