ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

জিতলেই কাড়ি কাড়ি টাকা ভারতীয় মেয়েদের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিতলেই কাড়ি কাড়ি টাকা ভারতীয় মেয়েদের

ক্রীড়া ডেস্ক : ছেলেদের ক্রিকেটে দারুণ সাফল্য থাকলেও আন্তর্জাতিক আসরে বড় কোনো শিরোপা জেতা হয়নি ভারতীয় নারী ক্রিকেট দলের।

এবার মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে তারা। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারলে ভারতীয় মেয়েদের কাড়ি কাড়ি টাকা পুরস্কার দিবে দেশটির ক্রিকেটে বোর্ড বিসিসিআই।

আইসিসি নারী বিশ্বকাপ ২০১৭ আসরে দারুণ সফল ভারতীয় দল। নিজেদের সেরাটা দিয়ে ২০০৫ আসরের মতো এবারও ফাইনালে উঠে এসেছে মিতালী রাজের দল। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশ মেয়েদের হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘুরে তুলতে পারবে ভারতীয় মেয়েরা।

ফাইনালে মাঠে নামার আগেই মেয়েদের দারুণভাবে উৎসাহিত করার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নারীদের ক্রিকেটে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো অধরা এ শিরোপা ঘরে তুলতে পারলে দলের প্রতিটি সদস্যকে ৫০ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। এছাড়া দলটির কর্মকর্তাদেরও প্রত্যেককে ২৫ লাখ রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ফাইনাল নিশ্চিত হওয়ার পর শনিবার পুরস্কারের ঘোষণা দেয় বিসিসিআই। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরি জানান, ‘বিসিসিআই নারী স্কোয়াডের প্রত্যেক সদস্যদের ৫০ লাখ এবং প্রত্যেক স্টাফকে ২৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামীকাল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের সেরা ম্যাচে মাঠে নামবে মেয়েরা। আমরা তাদের সেরাটা কামনা করছি।’

লিগ রাউন্ডে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে ভারতীয় নারী দল। নিজেদের ৭ ম্যাচের ৫টিতেই জিতে বেশ ধারাবাহিকতায় রয়েছে তারা। সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে ৩৬ রানে হারিয়েছে তারা। এবার লর্ডসের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ নেবে ভারতের ক্রিকেট ললনারা।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ