ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক: কোচ নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেটে বোর্ডের নাটকীয়তার পরও সব কিছু স্বাভাবিক হচ্ছে না।

অভ্যন্তরীন দ্বন্দ্বের জের ধরে বিদেশ সফরে না যাওয়ার কথা জানিয়েছেন রাহুল দ্রাবিড়। কোচ নিয়োগ নিয়ে অনেকটা অপমানিত হয়েই রাহুল সরে দাঁড়িয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার বিসিসিআইয়ের বৈঠক শেষে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর প্রধান বিনোদ রাই জানিয়ে দিয়েছেন, সিনিয়র দলের সঙ্গে বিদেশ সফরে অংশ নিতে পারবেন না রাহুল।

বিনোদ রাই জানান, ‘দ্রাবিড়ের চুক্তি সম্পর্কিত সব সমস্যাই মিটে গিয়েছিল। ভারত ‘এ’ দল এবং অনূর্ধ্ব -১৯ দলের সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে তার। কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছেন সিনিয়র দলের সঙ্গে বিদেশ সফরে অংশ নিচ্ছেন না।তিনি আমাদের সঙ্গে আর যেতে চাইছেন না।’

আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দলকে নাকি ভালোভাবে তৈরি করতে চান দ্রাবিড়। এই প্রসঙ্গে বিনোদ রাই জানান, ‘আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। তবে সিনিয়র দলের কোচ রবি শাস্ত্রী যদি চান তবে, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিরাটদের পরামর্শদাতা হিসেবে যোগ দিতে পারেন দ্রাবিড়।’

জহির খানের প্রসঙ্গ টেনে বিনোদ রাই জানান, ‘আমরা তার জন্য একটি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টায় রয়েছি যা আইপিএলে তার চুক্তির সঙ্গে সমতা বজায় রাখবে। ভারতের বিভিন্ন দলকে কোচিং করাচ্ছেন জহির। তবে সঠিক একটি চুক্তির মাধ্যমেই আমরা তাকে পেতে পারি। আমরা জহিরকে বলতে পারি না যে ঠিক আছে তোমাকে তিন মাস কিংবা তিন সপ্তাহের সময় দিলাম। আমাদেরকে আইপিএলে তার চুক্তির দিকেও নজর দিতে হবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়