ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওভালে টেস্ট অভিষেক হচ্ছে রোল্যান্ডেরও

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওভালে টেস্ট অভিষেক হচ্ছে রোল্যান্ডেরও

টবি রোল্যান্ড-জোনস

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে টম ওয়েস্টলির অভিষেক হচ্ছে, এটা পুরোনো খবর। চোটের কারণে ছিটকে যাওয়া গ্যারি ব্যালান্সের জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন ওয়েস্টলি। নতুন খবর, ওভালে টেস্ট অভিষেক হচ্ছে আরো এক ইংলিশ ক্রিকেটারের- টবি রোল্যান্ড-জোনস।

দ্বিতীয় টেস্টে গোড়ালিতে পাওয়া চোটের কারণে ছিটকে গেছেন পেসার মার্ক উড। দলে এসেছেন আরেক পেসার স্টিভেন ফিন। তবে ইংল্যান্ড অধিনায়ক জো রুট নিশ্চিত করেছেন, উডের জায়গায় অভিষেক হচ্ছে মিডলসেক্সের ২৯ বছর বয়সি পেসার রোল্যান্ডের।

গত মে মাসে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই রোল্যান্ডের ওয়ানডে অভিষেক হয়েছিল। ব্যাট হাতে ৩৭ রানের পাশাপাশি তিনি হাত ঘুরিয়ে ৩৪ রানে নিয়েছিলেন একটি উইকেট। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিয়েছেন ২২ উইকেট। গত মৌসুমে ৫৪ উইকেট নিয়ে মিডলসেক্সের চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ছিল একটি হ্যাটট্রিকও।

বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের ইংল্যান্ড দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেভিড মালানও। লিয়াম ডসনের জায়গায় তৃতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে মালানের। তবে বৃষ্টির কারণে বুধবার উইকেট ঢাকা থাকায় ইংল্যান্ড এদিন একাদশ নিশ্চিত করেনি। রুট জানিয়েছেন, ম্যাচের দিন সকালে উইকেট দেখার পর একাদশ ঠিক করবেন।

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই টেস্টে ফিরছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের পর দ্বিতীয় ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়