ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ফ্লাওয়ারকেই চাইছে পিসিবি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্লাওয়ারকেই চাইছে পিসিবি

ক্রীড়া ডেস্ক : ব্যাটিং কোচ হিসেবে গ্র্যান্ট ফ্লাওয়ারকেই রেখে দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুইয়ান এ কোচের সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করছে পিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফির আগে গুঞ্জন উঠেছিল, ফ্লাওয়ারের সঙ্গে আর মেয়াদ বাড়াচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান শিরোপা জেতায় তাকে এখন ভিন্নভাবে দেখছে বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর ফ্লাওয়ারসহ পুরো কোচিং স্টাফের মেয়াদ বাড়াতে যাচ্ছে পিসিবি। এ প্রসঙ্গে পিটিআইকে জানানো হয়, ‘এটা সহজেই অনুমেয় যে ধারাবাহিকতা বজায় রাখতে ফ্লাওয়ারকে নিয়ে আরও এক বছর চালিয়ে নেওয়াটাই সর্বোত্তম পন্থা হবে। চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স কোচদের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। প্রধান কোচ মিকি আর্থারও তার স্টাফ নিয়ে সন্তুষ্ট। তাই হয়তো পরিবর্তনের কথা ভাবছে না পিসিবি।’

পাকিস্তান দলে ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ রিক্সন, বোলিং কোচ আজহার মাহমুদ এবং গ্র্যান্ড লাউডন। এছাড়া দলটির ফিজিওির দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়