ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইপিএলে চোখ মিরাজের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইপিএলে চোখ মিরাজের

সিপিএলে ভালো খেলে আইপিএলে সুযোগ পেতে চান মিরাজ

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বেন ১৯ বছর বয়সি তরুণ। সিপিএলে ভালো করতে পারলে ভবিষ্যতে আইপিএলেও সুযোগ আসতে পারে বলে মনে করেন এই অফ স্পিন অলরাউন্ডার।

সিপিএলে মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। দলটির মালিক বলিউড তারকা শাহরুখ খান। আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের মালিকও তিনিই। সিপিএলে ভালো করতে পারলে তাই আইপিএলেও সুযোগ আসতে পারে বলে বিশ্বাস মিরাজের।

আজ মিরপুরে মিরাজ বলেছেন, ‘সুযোগতো এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি হয়। যেহেতু শাহরুখ খানের দল আছে আইপিএলে। এখানে (সিপিএল) তার দলের হয়ে আমি খেলব। যদি ভালো খেলতে পারি ভবিষ্যতে আইপিএলে সুযোগ আসতে পারে।’

সিপিএলে নিজের সর্বোচ্চটা উজার করে দিতে চান মিরাজ। তার দিকে তাকিয়ে থাকবে যে বাংলাদেশের সমর্থকরাও। মিরাজ বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে পারি ক্যারিবিয়ান লিগে আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব। আমার পারফরম্যান্সের দিকে দল এবং বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে। কারণ আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স-এর মালিক শাহরুখের দল আছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও। এ বছরের শেষ দিকে প্রথমবারের মতো হয়ে যাওয়া এই টুর্নামেন্টে কেপ টাউন ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন শাহরুখ।

মিরাজ মনে করেন, ভালো করতে পারেল যেকোনো জায়গাতেই সুযোগ আসতে পারে, ‘প্রত্যেকটা খেলা প্রতিটি খেলোয়াড়ের জন্য বড় সুযোগ। ক্যারিবিয়ান এই লিগটা আমার জন্য বড় সুযোগ। এটা অনেক জাঁকজমক হয়। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় ওখানে খেলে। ওদের বিপক্ষে আমি যখন খেলব আমার মানসিক শক্তি অনেক বাড়বে। সত্যি কথা বলতে এটা অনেক সাহায্য করবে। এখানে ভালো করলে যেকোনো জায়গাতেই সুযোগ হতে পারে। চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার।’

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাওয়ার অনুভূতিটা কেমন মিরাজের? ১৯ বছর বয়সি অলরাউন্ডার বললেন, ‘দেশের হয়ে ক্রিকেট খেলার অনুভূতিটা অন্যরকম। এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে বিদেশি লিগের খেলার অনুভূতিটা ভিন্ন। কারণ আমি ওখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে যাচ্ছি। আমি আছি, সাকিব ভাই আছে। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ভালো করলে সবাই বলবে বাংলাদেশের খেলোয়াড় ভালো করেছে। একজন ক্রিকেটারের জন্য এটা অত্যন্ত ভালো লাগার বিষয়।’

 



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়