ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিপিএলে বাবর, হাফিজ, হাসান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ২৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিপিএলে বাবর, হাফিজ, হাসান

ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলের তিন ক্রিকেটার। সিপিএলের পর্দা উঠবে আগামী ৪ আগস্ট। 

ব্যাটসম্যান বাবর আজম খেলবেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সে। মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনের ইনজুরিতে বাবর আজমকে দলে টেনেছে গায়ানা। অস্ট্রেলিয়ার বেন কাটিং ইনজুরিতে পড়েছেন। তার পরিবর্তে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস দলে টেনেছে মোহাম্মদ হাফিজকে। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলার হাসান আলীও খেলবেন একই দলে। কাইরন পাওয়েলর পরিবর্তে ডানহাতি এ পেসারকে দলে নেয়া হয়েছে।

বাবব আজম ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ ব্যাট করছেন। দুই ফরম্যাটেই গড় রান পঞ্চাশের বেশি। পাকিস্তানে সুপার লিগে করাচি কিংসের হয়েও ম্যাচজয়ী ইনিংস খেলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। এবারের আসরে তার গড় রান ছিল ৩২.৩৩। দলকে সেমিফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছিলেন বাবর। লিন গত মৌসুমে গায়ানার হয়ে ৪৫৪ রান করেছিলেন। লিনকে হারিয়ে দুঃখ প্রকাশ করলেও বাবকে পেয়েছে খুশি গায়ানার কোচ রজার হার্পার।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ১৯ রানে ৩ উইকেট পাওয়া হাসান আলী প্রথমবারের মতো সিপিএলে খেলবেন। কাইরন পাওয়েল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন।  সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে এর আগেও দুই মৌসুম খেলেছিলেন হাফিজ।

সিপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ অংশ নিচ্ছেন। মেহেদী হাসান মিরাজ ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়েছেন। সাকিব আল হাসানের দল জ্যামাইকা তলাওয়াস। সাকিব যাবেন শনিবার রাতে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়