ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সৌদি বিমান হামলায় একই পরিবারের ৯ জন নিহত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি বিমান হামলায় একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের বিমান হামলায় একই পরিবারের নয় জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে তিন জন নারী এবং ছয় জন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আবদেল ইলাহ আল-আজ্জি জানিয়েছেন, সাদা শহরের দক্ষিণ-পশ্চিমে মাহদা জেলার তাহা আল-ধারাফি এলাকায় শুক্রবার ভোরে এ হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

ডা. আল-আজ্জি বলেছেন, ‘শত্রুদের অপরাধের হিসাব রাখছি আমরা এবং আমরা তাদের ভুলব না।’ তিনি আরো বলেন, ‘সব অপরাধীকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে, আল্লাহ ভরসা।’

আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, হামলার সময় পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। নিহতদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে এবং নিখোঁজ থাকা এক নারীকে গুঁড়িয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছে উদ্ধারকর্মীরা।

বিমান হামলার পর তোলা ছবিতে দেখা যাচ্ছে, বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার পর প্রতিবেশীরা ছুটে গিয়েও ভয়ে উদ্ধারকাজে হাত দিতে পারেনি। কারণ তখনো বাড়ির ওপর দিয়ে বিমান চক্কর দিচ্ছিল।

তবে সৌদি কর্তৃপক্ষ এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তাদের দাবি, বেসামরিক জনগণকে টার্গেট করে না তারা।

শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে পরিচালিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, একই দিন একটি প্রাইভেটকারের ওপর দ্বিতীয় বিমান হামলায় তিন জন নিহত ও সাত জন আহত হয়েছে।

ইয়েমেন গৃহযুদ্ধের দুই পক্ষ- সুন্নিপন্থি সরকার ও শিয়াপন্থি হুতি বিদ্রোহীগোষ্ঠী দেশের চালকের আসনে বসতে লড়াই করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সরকারকে সামরিক সহায়তা দিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শিয়া অধ্যুষিত সাদা প্রদেশে প্রায়ই তারা বিমান হামলা চালিয়ে থাকে। শুধু জুলাই মাসে সৌদির বিমান হামলায় ২৫ বেসামরিক ইয়েমেনি মারা গেছে।

তিন বছর ধরে চলা ইমেয়েন গৃহযুদ্ধে বহু প্রাণহানি হয়েছে। দুর্ভিক্ষের মুখে রয়েছে দেশটি। জাতিসংঘের অঙ্গসংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি হুঁশিয়ার করেছে, ইয়েমেনের ২২টি দেশের মধ্যে প্রায় অর্ধেকই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়