ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

৭৩ বলে ১৬১ রানের টর্নেডো ইনিংস!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৩ বলে ১৬১ রানের টর্নেডো ইনিংস!

ক্রীড়া ডেস্ক : ৭৩ বলে ১৬১ রানের টর্নেডো ইনিংস খেললেন ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম লিথ। বৃহস্পতবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ঝড় তুলেন প্রাক্তন এ ইংল্যান্ডের ওপেনার। 

ইংলিশ ক্রিকেটারদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন লিথ। ২০ চার ও ৭ ছক্কায় ১৬১ রান করেন মারকুটে এ ব্যাটসম্যান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিথ। ২৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া লিথ তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছান ৫০ বলে। পরের ২৩ বলে ৬১ রান তুলেন ইংল্যান্ডের হয়ে সাত টেস্ট খেলা লিথ। রেকর্ড গড়তে ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিথ। ১০৬ রানে তার সহজ ক্যাচ ছাড়েন বেন ডাকেট। 

ইংল্যান্ডে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। এর আগে ওয়ারউইকশায়ারের হয়ে ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন ১৫৮ রান। লিথ  টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস উপহার দিয়েছেন। আইপিএলে ক্রিস গেইল ৬৬ বলে ১৭৫ রান করেন ২০১৩ সালে। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টিতে হ্যামিলটন মাসাকাদজা ৭১ বলে করেছিলেন ১৬২ রান।

লিথের টর্নেডো ইনিংসে ভর করে ইয়র্কশায়ার ৪ উইকেটে ২৬০ রান করে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। জবাবে নর্দাম্পনশায়ারের ইনিংস থামে ১৩৬ রানে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়