ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেতিসের বিপক্ষে স্মারক জার্সি পরবেন মেসিরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতিসের বিপক্ষে স্মারক জার্সি পরবেন মেসিরা

রিয়াল বেতিসের বিপক্ষে এই স্মারক জার্সি পরে খেলবেন মেসিরা

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনায় হামলায় নিহতদের সম্মান জানাতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে বিশেষ স্মারক জার্সি পরে খেলবেন বার্সেলোনার ফুটবলাররা।

কাতালান ক্লাবটি ঘোষণা দিয়েছে, সাধারণত জার্সির পেছনে যেখানে খেলোয়াড়দের নাম লেখা থাকে, সেখানে স্মারক জার্সিতে ‘বার্সেলোনা’ লেখা থাকবে। এ ছাড়া জার্সির সামনে হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকবে ‘আমরা সবাই বার্সেলোনা’।

গত বৃহস্পতিবার বার্সেলোনার জনপ্রিয় পর্যটন এলাকা লাস র‍্যামব্লাসে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। এ হামলায় অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক আহত হন।

নিহতদের স্মরণে শুক্রবার অনুশীলন শুরুর আগে বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফরা পালন করেন।

রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে বার্সার খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে নামবেন বলে আগেই ঘোষণা দিয়েছে ক্লাবটি। ম্যাচ শুরুর আগেও এক মিনিট নীরবতা পালন করা হবে। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত পৌনে ১টায়।

বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘এই কঠিন সময়ে হামলায় আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই আমরা। এখানে আমরা যেভাবে পারি সাহায্য করব।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়