ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডাম্বুলায় ধাওয়ানের ঝোড়ো সেঞ্চুরি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাম্বুলায় ধাওয়ানের ঝোড়ো সেঞ্চুরি

শট খেলছেন শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সটা ওয়ানডেতেও টেনে এনেছেন শিখর ধাওয়ান। ভারতীয় ওপেনার ডাম্বুলায় প্রথম ওয়ানডেতেই তুলে নিয়েছেন ঝোড়ো সেঞ্চুরি।

শ্রীলঙ্কার দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলের ২৩ রানে ওপেনার সঙ্গী রোহিত শর্মাকে হারিয়েছিলেন ধাওয়ান। এরপরই দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিশাল এক জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার চায়নাম্যান বোলার লাকশান সান্দাকানকে ছক্কা হাঁকিয়ে ধাওয়ান ফিফটি পূর্ণ করেছিলেন ৩৬ বলে। পরের পঞ্চাশ করতে লেগেছে ৩৫ বল। ব্যক্তিগত ৮৮ থেকে হাসারাঙ্গার এক ওভারে তিন চার হাঁকিয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। ওভারের শেষ দুই বলে দুই চার হাঁকিয়ে ৭১ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি।

এটি ধাওয়ানের ১১তম ওয়ানডে সেঞ্চুরি, তবে সবচেয়ে দ্রুততম। ২০১৩ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি ছিল আগের দ্রুততম।

দ্বিতীয় উইকেটে ধাওয়ান-কোহলির অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটিতে ভারত জয় পেয়েছে ১২৭ বল বাকি থাকতেই! ৯০ বলে ২০ চার ও ৩ ছক্কায় ১৩২ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান। ১৩২ রানের ৯৮-ই বাউন্ডারি থেকে! ৭০ বলে ১০ চার ও এক ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি।  



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়