ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৭৮ বছর পর এই প্রথম অস্ট্রেলিয়া..

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৮ বছর পর এই প্রথম অস্ট্রেলিয়া..

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের স্পিন বান্ধব পিচের কথা বিবেচনা করে একাদশে তিন স্পিনার নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেছে অস্ট্রেলিয়া দল। তবে আরও একটি মজার কথা হচ্ছে আজ ম্যাচের প্রথম ইনিংসে বোলিং উদ্বোধন করেছেন একজন স্পিনার।

আজ চট্টগ্রাম টেস্টের প্রথম ওভার করেন এই ম্যাচে অস্ট্রেলিয়ার একমাত্র বিশেষজ্ঞ পেসার প্যাট কামিন্স। পরের ওভারে অফ স্পিনার নাথান লায়নের হাতে বল তুলে দেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৭৮ বছর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কোনো স্পিনার ম্যাচের প্রথম ইনিংসে বোলিং উদ্বোধন করলেন। সবশেষ ১৯৩৮ সালে নতুন বলে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার বিল ও’রিলি।

প্রথম ইনিংসে স্পিন দিয়ে বোলিং উদ্বোধনের ঘটনা ৭৯ বছরের মধ্যে এটাই প্রথম অস্ট্রেলিয়া দলের। ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ইনিংসের উদ্বোধন করেছিলেন ও’রিলি। নটিংহামে ইংলিশদের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারটি করেছিলেন ও’রিলি।

নিজেদের স্পিন আক্রমণ নিয়ে চট্টগ্রাম টেস্টের শুরুতে বাংলাদেশেকে ভালোই চেপে ধরেছে সফরকারী দলের স্পিনাররা। শুরুতেই বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের মতো টপঅর্ডাররা অসি স্পিনের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়