ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেসি বল পেলে কিছু হবেই: ভালভার্দে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসি বল পেলে কিছু হবেই: ভালভার্দে

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন লিওলেন মেসি। এরপর গতকাল জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও গোল করে নিজেকে জানান দিলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

জুভেন্টাসের বিপক্ষে ন্যু ক্যাম্পে ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। দলের প্রিয় শিষ্যের এমন পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার নুতন কোচ আরনেস্তো ভালভার্দে।

সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে জয়ের পর মেসির প্রশংসা করে ভালভার্দে বলেন, ‘আমি মনে করি মেসি বল পাওয়া মানেই কিছু একটা হতে যাওয়া। অধিকাংশ সময়েই সেটা আমাদের জন্য মঙ্গলজনক হয়।’

মেসির প্রশংসা করে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রাক্তন এ কোচ আরও বলেন, ‘লিও অসাধারণ একটি গোল করেছেন। বর্তমানে ভাগ্য তাকে সমর্থণ করছে। সে যে কোনো অবস্থান থেকে গোল করতে পারে। ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন মেসি। তাই তার সম্পর্কে ভালো বলাটা স্বাভাবিক।’

ঘরের মাঠে নিজেরা জয় পেলেও প্রতিপক্ষের প্রশংসা করতে কার্পণ্য করেননি ভালভার্দে, ‘আমরা গত মৌসুমের ফাইনালিস্টদের বিপক্ষে খেলেছে। জুভেন্টাসের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারাটা দারুণ। তারা বেশ অসাধারণ প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে গুরু্ত্বপূর্ণ জয় পেতে আমাদের মনযোগ দিয়ে খেলতে হয়েছিল। আত্মবিশ্বাসের জন্য এই জয়টা বেশ দারুণ।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়