ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলে গেলেন বব হল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেলেন বব হল্যান্ড

বব হল্যান্ড

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার বব হল্যান্ড মারা গেছেন। ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ বছরের মার্চে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন হল্যান্ড। গত সপ্তাহে পড়ে গিয়ে পাঁজর ভেঙে যাওয়ায় তিনি নিউক্যাসল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেখানেই রোববার তিনি মারা যান।

নিউ সাউথ ওয়েলসের হয়ে হল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ৩২ বছর বয়সে। তারপরও ৩১৬টি প্রথম শ্রেণির উইকেট নিয়েছেন তিনি। তার টেস্ট অভিষেক হয় ৩৮ বছর বয়সে, ১৯৮৪ সালে গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সর্বকালের তৃতীয় বয়স্ক টেস্ট অভিষিক্ত ক্রিকেটার তিনি। 

অভিষেক সিরিজে সিডনি টেস্টে ১৪৪ রানে ১০ উইকেট নিয়েছিলেন হল্যান্ড। তাতে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, গর্ডন গ্রিনিজ, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নারদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া। ২৮ টেস্টে প্রথমবার হারের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। হল্যান্ড হয়েছিলেন ম্যাচসেরা। ১১ টেস্টের ক্যারিয়ারে হল্যান্ড নেন ৩৪ উইকেট।



রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়