ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিকের ৩৫ বছর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিকের ৩৫ বছর

ক্রীড়া ডেস্ক: পরপর তিন বলে তিন উইকেট। যেকোনো বোলারের জন্য আরাধ্য এক অর্জন, অসাধারণ এক কীর্তি।

হঠাৎ হ্যাটট্রিক নিয়ে আলোচনা কেন? প্রশ্ন উঠতেই পারে! ১৯৮২ সালে আজকের দিনেই ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকটি হয়েছিল। হ্যাটট্রিকটি করেছিলেন পাকিস্তানের পেসার জালাল-উদ-দিন।

১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরুর ১৫৭ ম্যাচ পর প্রথম হ্যাটট্রিকের স্বাদ পায় ক্রিকেটপ্রেমিরা। ভারতের হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সপ্তম ওভারে শেষ তিন বলে তিন উইকেট নেন পাকিস্তানি পেসার।

জালাল-উদ-দিন একে একে আউট করেন রডনি মার্শ, ব্রুস ইয়ার্ডলি ও জিওফ লসনকে। এর আগে আউট করেছিলেন অ্যালান বোর্ডারকে। তাঁর দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ৫৯ রানে জিতেছিল। ২২৯ রানের জবাবে ৯ উইকেটে ৪০ ওভারে ১৭০ রান করে অস্ট্রেলিয়া। লো স্কোরিং ম্যাচে ৩২ রানে ৪ উইকেট পেলেও জালাল-উদ-দিনের হাতে উঠেনি ম্যাচসেরার পুরস্কার।
 

জালাল-উদ-দিন

পাকিস্তানের ওপেনার মহসিন খান ম্যাচে ১০৪ রান করেছিলেন। গ্রেট মহসিন খানের হাতেই উঠে পুরস্কার। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে আক্ষেপ থাকার কথা না পেসারের। ইতিহাসের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার কীর্তি তো ম্যাচসেরার পুরস্কারের চেয়েও বড় কিছু। করাচির এ পেসার পাকিস্তানের হয়ে সাত ওয়ানডে এবং ছয় টেস্ট খেলেছিলেন।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক হয়েছে মোট ৪২টি। এর মধ্যে পাকিস্তানের সর্বোচ্চ ৯টি এবং শ্রীলঙ্কার ৮টি। বাংলাদেশের হ্যাটট্রিকের কীর্তি রয়েছে ৫টি। ওয়ানডেতে সবথেকে বেশি হ্যাটট্রিক লাসিথ মালিঙ্গার। শ্রীলঙ্কার এ পেসার একাই তিনটি হ্যাটট্রিক করেছেন।  

পাকিস্তানের আকিব জাভেদ সবথেকে কম বয়সে হ্যাটট্রিক করেছিলেন। ১৯ বছর ৮১ দিনে হ্যাটট্রিক করেন তিনি। ডানহাতি এ পেসারের কীর্তি এখনও অক্ষত।
 

বাংলাদেশের হয়ে সবশেষ হ্যাটট্রিকটি তাসকিন আহমেদের


লাসিথ মালিঙ্গা ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার যে ৪ বলে ৪টি উইকেট নিয়েছিলেন। ২০০৭ সালে গায়ানায় দক্ষিণ আফ্রিকায় এ কীর্তি গড়েন মালিঙ্গা।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।




রাইজিংবিডি/২০ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়