ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কোহলির ভারতের আসল পরীক্ষা হবে ইংল্যান্ডে’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোহলির ভারতের আসল পরীক্ষা হবে ইংল্যান্ডে’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছর ইংল্যান্ড সফরে যাবে বিরাট কোহলির ভারত

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার। তবে কোহলির দলের আসল পরীক্ষা এখনো হয়নি বলে মনে করেন তিনি। তার মতে, ভারতের আসল পরীক্ষা হবে আগামী বছর ইংল্যান্ড সফরে।

সম্প্রতি কোহলির নেতৃত্বে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। তবে ভারতের বেশিরভাগ সাফল্য ঘরের মাঠে, উপমহাদেশের কন্ডিশনে। সম্প্রতি তারা ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজও জিতেছে ৫-০ ব্যবধানে। তবে ফারুখ ইঞ্জিনিয়ার মনে করেন, কোহলির দলের আসল পরীক্ষা অপেক্ষা করছে উপমহাদেশের বাইরে।

ভারত ও ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান ইঞ্জিনিয়ার মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে বলেছেন, ‘বর্তমান ভারতীয় দল খুব ভালো। বিরাট কোহলি অসাধারণ একজন অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনিকে আগের যেকোনো সময়ের চেয়ে ফিট মনে হচ্ছে, রবিচন্দ্রন অশ্বিন দারুণ একজন অফ স্পিনার। আমাদের এখন খুব ভালো একটি দল আছে। তারা শ্রীলঙ্কায় অনেক রান করেছে। তবে তাদের আসল পরীক্ষা হবে আগামী বছর তারা যখন ইংল্যান্ড সফরে যাবে।’

১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভারতের হয়ে ৪৬টি টেস্ট খেলেছেন ইঞ্জিনিয়ার। তিনি মনে করেন, ইংল্যান্ডই হলো যেকোনো ক্রিকেটারের জন্য আসল পরীক্ষার জায়গা, ‘ভারতের আসল পরীক্ষা হবে যখন তারা বিদেশ সফরে যাবে, বিশেষ করে ইংল্যান্ডে। যেকোনো ক্রিকেটারের আসল পরীক্ষার জায়গা হলো ইংল্যান্ড এবং ভারতীয় ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। ইংল্যান্ডে খেলতে হলে আপনার সত্যিকারের কৌশল জানা প্রয়োজন। সেখানে বাতাসে এবং পিচে বল অনেক মুভ করে।’

ইংল্যান্ডের মাটিতে মাত্র তিনটি টেস্ট সিরিজ জিতেছে ভারত। সবশেষটি ২০০৭ সালে। ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইঞ্জিনিয়ারের। ওভালে তৃতীয় টেস্টে তিনি প্রথম ইনিংসে করেছিলেন ৫৯। দলের ৪ উইকেটের জয়ে দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ২৮। চার মেরে দলের জয়সূচক রানটি নিয়েছিলেন সৈয়দ আবিদ আলী। ভারত তিন টেস্টের সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে, দুটি টেস্ট হয়েছিল ড্র।

ইঞ্জিনিয়ার ফিরে গেলে সেই দিনের স্মৃতিতে, ‘হ্যাঁ, দারুণ একটা মুহূর্ত ছিল ওটা। আমি দুই ইনিংসেই রান পেয়েছিলাম এবং ডিসমিসালও করেছিলাম। কিন্তু আবিদ আলী নামের একজন এলো এবং সব আলো কেড়ে নিল। তবে ওটা ছিল দারুণ মুহূর্ত, ভারতের দারুণ একটি জয়। কারণ তার আগ পর্যন্ত ভারত ইংল্যান্ডে কোনো টেস্ট জিততে পারেনি।’

তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া।



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়