ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। 

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের নবম মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সৈকত মাহমুদ মুন্না। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জোড়া গোল করা জাফর ইকবাল।

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ব্যবধান কমাতে পারেনি মালদ্বীপও। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।



টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক ভুটানও। বুধবার দিনের প্রথম ম্যাচে তারা নেপালকে হারায় ১-০ গোলে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি পায় ভুটান।

বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ গোলের জয় পায়। আর ভুটান মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে।

দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশ ও ভুটানের পয়েন্ট সমান ৬। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।



বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৫ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। আর শেষ ম্যাচ ২৭ সেপ্টেম্বর স্বাগতিক ভুটানের সঙ্গে।

পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটিই হবে চ্যাম্পিয়ন। 



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়