ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

বাংলাদেশের বিপকে প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে আইডেন মার্করামের

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

শুক্রবার ঘোষিত দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা আইডেন মার্করাম ও আন্দিলে ফিকোয়াও। আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে ‍শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে ওপেনার ব্যাটসম্যান মার্করামের।

দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ওয়েইন পারনেল। চোটের কারণে দলে নেই ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন।

চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে টেস্ট দলেও ছিলেন মার্করাম ও ফিকোয়াও। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নের অভিষেকটা হয়নি এই দুই ক্রিকেটারের।

ফাফ ডু প্লেসির পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছিলেন মার্করাম। সন্তানের বাবা হওয়ায় ওই টেস্টে খেলতে যেতে পারেননি ডু প্লেসি। মার্করাম পরে দলের সঙ্গেই ছিলেন। 

এরপর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম। দুটি হাফ সেঞ্চুরিসহ ওই সিরিজে ১৯৪ রান করেন তিনি। এ ছাড়া ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের শিরোপা জয়েও নেতৃত্ব দিয়েছেন মার্করাম।


প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকা দল:
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, আইডেন মার্করাম, মরনে মরকেল, ডুয়ান অলিভিয়ের, ওয়েইন পারনেল, আন্দিলে ফিকোয়াও, কাগিসো রাবাদা।



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টম্বর ২০১৭/শামীম/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়