ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জানুয়ারিতে অ্যাটলেটিকোতে ফিরছেন কস্তা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জানুয়ারিতে অ্যাটলেটিকোতে ফিরছেন কস্তা

ক্রীড়া ডেস্ক: ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন ডিয়েগো কস্তা। ৩ বছর ব্যবধানে আবার পুরনো ক্লাবটিতে ফিরছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ এ তারকা। আনুষ্ঠানিকভাবে জানুয়ারিতেই ভিসেন্তে ক্যালদেরনের ক্লাবটিতে যোগ দেবেন কস্তা। শুক্রবার পুরনো ক্লাবে ফেরার কথা নিজেই জানিয়েছেন কস্তা।

কস্তাকে পেতে ইতিমধ্যেই চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তার জন্য ৬৫ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে মাদ্রিদের ক্লাবটি। পুরনো ক্লাবে ফেরা নিয়ে কস্তা জানান, ‘আমি খুব সুখি। আমার মনে হয় এটা খুব লম্বা সময়। তবে এখানে সুন্দর একটা সমাপ্তি হচ্ছে। এখন আমি পুরনো সতীর্থদের দেখা এবং তাদের সঙ্গে অনুশীলনের অপেক্ষায় রয়েছি।’

গত মে মাসে এফএ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে চেলসির হয়ে সবশেষ ম্যাচে খেলেছিলেন কস্তা।ওই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল ব্লুজরা। ২০১৮ সালের শুরু পর্যন্ত ট্রান্সফার নিষেধাজ্ঞা রয়েছে চেলসির। তাই সব মিলিয়ে মোট ছয় মাস খেলার বাইরে থাকতে হচ্ছে কস্তাকে।

এ প্রসঙ্গে কস্তার বক্তব্য, ‘তিন মাস খেলার বাইরে রয়েছি তবে অনুশীলনের মাধ্যমে আমি ভালোই আছি। যদিও মাঠে খেলার চেয়ে আমি অনুশীলনকেই বেশি ভয় পাই।’

২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা ও লা লিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেছিলেন কস্তা। ইংলিশ লিগে চেলসির হয়ে দুটি লিগ শিরোপা জেতেন স্প্যানিশ এ স্ট্রাইকার।





রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়