ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লা লিগায় জিতেই চলেছে বার্সা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লা লিগায় জিতেই চলেছে বার্সা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। শতভাগ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। গতকাল রাতে  নবাগত দল জিরোনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে এরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

বার্সার জয়ে গতকাল গোলের দেখা পাননি দলটির সেরা তারকা লিওনেল মেসি। প্রতিপক্ষের মাঠে দুটি সাফল্যই এসেছে আত্মঘাতী গোলের কল্যাণে। দলের হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেজ।

ম্যাচের ১৭ মিনিটে আত্মঘাতী প্রথম গোলে এগিয়ে যায় বার্সা। কর্নার থেকে জর্দি আলবার ভলি আদায় বেনিতেসের গায়ে লেগে জিরোনার জালে ঢুকে পড়ে। এরপর ইভান রাকিতিচ গোলের দুর্দান্ত এক সুযোগ পেলেও  প্রতিপক্ষ দলের গোলরক্ষক ইরাইসস তা রুখে দেন।

বিশ্রাম শেষে আত্মঘাতী দ্বিতীয় গোলের কল্যাণে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেসও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বল ছোঁয়াতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। ফলে ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

এরপর ম্যাচের ৬৯ মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করে ফেলেন সুয়ারেজ। লম্বা পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এ তারকা।

লা লিগায় প্রথম ছয় ম্যাচের সব ক’টিতেই জিতে বার্সেলোনার পয়েন্ট এখন ১৮। গতকাল রাতে দেপোর্দিভো আলাভেসকে হারিয়ে রিয়াল সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়