ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে যাবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ ইতিমধ্যে তাদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলে জয় তুলে নেয়। এরপর মালদ্বীপের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় মাহবুবুর রহমান রক্সির শিষ্যরা। 

সোমবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় ৭টায় শুরু হবে বাংলাদেশের ম্যাচটি। যা সরাসরি দেখা যাবে এই লিঙ্কে ( )। 

বাংলাদেশের মতো নেপালও ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে। যেখানে এক জয়ের বিপরীতে একটিতে হেরেছে। শিরোপা জেতার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি বর্তমান চ্যাম্পিয়ন নেপালের। এই ম্যাচে যদি তারা বাংলাদেশকে হারাতে পারে তাহলে শিরোপা জয়ের জোরালো সম্ভাবনা থাকবে তাদেরও। 

তবে নেপালের বিপক্ষে জিতে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। যেমনটা বলেছেন বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান রক্সি, ‘আগামীকাল (সোমবার) নেপালের বিপক্ষে আমাদের ম্যাচ। ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছি না। আমরা নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ম্যাচটি জিততে পারলে শিরোপা জয় শতকরা ৯০ ভাগ হয়ে যাবে। আমরা সকলের সমর্থন এবং দোয়া চাই।’ 

টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা (৩ গোল) বাংলাদেশের স্ট্রাইকার জাফর ইকবাল এই ম্যাচকে সামনে রেখে বলেন, ‘নেপালের বিপক্ষে জয়ই প্রত্যাশা করছি। আমরা ইতিবাচক এবং জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়