ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণশুনানির বিরুদ্ধে প্রতিবাদ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণশুনানির বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের মূল্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রতিবাদে যৌথভাবে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে গণমোর্চা ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি (বিডিপি) নামের দুটি সংগঠন।

সোমবার রাজধানীর কারওয়ানবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠন দুটি।

এ সময় বক্তারা বলেন, ‘সংকটময় অর্থনৈতিক ব্যবস্থায় বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি দেশের সাধারণ মানুষের জীবনে মহাবিপদ ডেকে আনবে। এর প্রভাব প্রত্যক্ষভাবে দেশের প্রতিটি পরিবারের ওপর পড়বে। এ ছাড়া মানুষের দৈনন্দিন খরচ বাড়ার পাশাপাশি শিল্পেও এর প্রভাব পড়বে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম কমানোটাই হবে যৌক্তিক।’

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বিডিপির চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোর্শেদ হাওলাদার বলেন, ‘সরকারের অযৌক্তিক সিদ্ধান্তের ওপর কোনো ধরনের গণশুনানির প্রয়োজন নেই। তাই এটা এখনই বন্ধ করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনতা ইনসাফ পার্টির সভাপতি মো. হাসান, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়