ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাস্তি এড়ালেন মরিনহো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাস্তি এড়ালেন মরিনহো

হোসে মরিনহো

ক্রীড়া ডেস্ক : জরিমানা কিংবা নিষেধাজ্ঞার মতো বড় ধরনের শাস্তিও হতে পারত। তবে সেই শাস্তি এড়িয়েছেন হোসে মরিনহো। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

প্রিমিয়ার লিগে গত শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ইউনাইটেডের ১-০ গোলে জয়ের ম্যাচের যোগ করা সময়ে শিষ্যদের নির্দেশনা দিতে মাঠের ভেতরে ঢুকে পড়েছিলেন মরিনহো। ফলে তাকে ডাগআউট থেকে বের করে দেন রেফারি ক্রেইগ পাওসন। 

ওই ঘটনায় মরিনহোর আরো শাস্তি হতে পারত। তবে রেফারির রিপোর্ট হাতে পাওয়ার পর মরিনহোর বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির ব্যবস্থা নেয়নি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আগামী সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ।

গত মৌসুমে শৃঙ্খলাভঙ্গের পৃথক দুটি ঘটনায় এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছিলেন প্রাক্তন চেলসি কোচ মরিনহো।    



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়