ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেন্ডুলকারের পর পৃথ্বী শাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেন্ডুলকারের পর পৃথ্বী শাহ

ক্রীড়া ডেস্ক: বয়স মাত্র ১৭ বছর ৩২১ দিন। পৃথ্বী শাহর চেহারায় এখনো কৈশোরের ছাপ। চোখে-মুখে রাজ্যের কৌতূহল! কিন্তু এ বয়সেই লাইমলাইটে কিশোর ক্রিকেটার।

মুম্বাইয়ে এ ক্রিকেটার রানের ফুলঝুড়ি ছুটিয়ে যাচ্ছেন। ১৭ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর পর দিলিপ ট্রফিতেও অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন পৃথ্বী শাহ।

সোমবার ইন্ডিয়া ব্লু দলের হয়ে দিলিপ ট্রফিতে অভিষেক হয় পৃথ্বী শাহর। অভিষেকেই ডানহাতি এ ব্যাটসম্যান ১৩৭ রানের নজরকাড়া ইনিংস উপহার দিয়েছেন। ২১৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়ে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
 


ম্যারাথন ইনিংস খেলে পৃথ্বী শাহ এক রেকর্ডও গড়েছেন। রঞ্জি ট্রফির পর দিলিপ ট্রফিতেও দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ১৭ বছর ৩২০ দিনে দিলিপ ট্রফিতে তিন অঙ্ক স্পর্শ করেন পৃথ্বী। কিশোর এ ক্রিকেটারের উপরে রয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার ১৭ বছর ২৬২ দিনে (পৃথ্বীর ৫৮ দিন আগে) দিলিপ ট্রফিতে সেঞ্চুরি হাঁকান। 

১৮ বছরের আগেই রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি ও দিলিপ ট্রফিতে সেঞ্চুরি হাঁকান টেন্ডুলকার। পৃথ্বী সে পথেই আছেন। বয়স ১৮ হওয়ার পরই তার ইরানি কাপে খেলার সুযোগ মিলবে।

মুম্বাইয়ে স্কুল ক্রিকেটে ৩৩০ বলে ৫৪৬ রানের ইনিংস খেলে সবার নজরে আসেন পৃথ্বী শাহ। যেকোনো ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। ইনিংসে ৮৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা মেরেছিলেন পৃথ্বী। দুই দশক আগে এই টুর্নামেন্টে খেলে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নজরে আসেন টেন্ডুলকার। টেন্ডুলকারের পরের গল্পটা সবারই জানা। প্রতিভাবান পৃথ্বী কী একই পথে হাঁটছেন!




রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়