ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিল দলে ফিরলেন কস্তা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিল দলে ফিরলেন কস্তা

ক্রীড়া ডেস্ক : নভেম্বরে ব্রাজিলের গ্লোবাল ট্যুর ইউরোপে এসে থামবে। আগামী মাসে জাপানের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন দুটি প্রীতি ম্যাচে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ডগ্লাস কস্তা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের শেষ চারটি ম্যাচে নেওয়া হয়নি কস্তাকে। তবে সেলেসাওদের আসন্ন দুটি প্রীতি ম্যাচে জুভেন্টাস এ তারকাকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ তিতে।

ইতালিয়ান সিরি’আতে লাজিৎ ওর বিপক্ষে খেলতে নেমে জুভেন্টাসের ২-১ ব্যবধানে হারা ম্যাচে গোল করেন কস্তা। তোরিনো ও স্পোর্তিংয়ের বিপক্ষে মাঠে দাপট দেখান তিনি। ২৭ বছর বয়সী এই উইঙ্গারের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ তিতে। তাই রাশিয়া বিশ্বকাপের আগে কস্তাকে প্রমাণ করার আরও একটি সুযোগ দিলেন ব্রাজিল কোচ।

ব্রাজিল দল: আলিসন, কাস্সিও, এদেরসন, আলেক্স সান্দ্রো,

ডিফেন্ডার: মার্সেলো, দানি আলভেস, দানিলো, জেমারসন, মার্কিনিয়োস, মিরান্দা, চিয়াগো সিলভা, মিডফিল্ডার: কাসেমিরো, দিয়েগো, ফের্নান্দিনিয়ো, জুলিয়ানো, পাওলিনিয়ো, ফিলিপে কৌতিনিয়ো, রেনাতো আউগুস্তো, উইলিয়ান,

ফরোয়ার্ড: দিয়েগো সৌজা, দগলাস কস্তা, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার ও তাইসন।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়