ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লার সিভিল সার্জনসহ ৩ জন হাইকোর্টে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার সিভিল সার্জনসহ ৩ জন হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : যমজ সন্তানের একটিকে পেটে রেখে অপারেশন শেষ করার বিষয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লার সিভিল সার্জন, লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও  অপারেশনকারী ডাক্তার হোসনে আরা বেগম হাইকোর্টে হাজির হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার পর এ বিষয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। এর আগে গত ২৯ অক্টোবর কুমিল্লার সিভিল সার্জনসহ তিনজনকে তলব করেন হাইকোর্ট।

গত ২৬ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘যমজের একটিকে পেটে রেখে অপারেশন শেষ’ শিরনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন। পেরে আদালত তিনজনকে তলব করেন।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মা খাজিদার আরেক দফা অস্ত্রোপচার করে একটি মৃত বাচ্চা বের করেন চিকিৎসকরা।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়