ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবের তৃতীয় ‘পাঁচ’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের তৃতীয় ‘পাঁচ’

১৬ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিপিএলে মঙ্গলবার মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব।

এবারের বিপিএলে প্রথম ২০ ম্যাচে ৫ উইকেট নিতে পারেননি কোনো বোলার। সেখানে পরের চার ম্যাচে ৫ উইকেট নিলেন দুজন! সোমবার ঢাকার বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলী।

সাকিবের ১৬ রানে ৫ উইকেট বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং। ২০১২ সালে রাজশাহী কিংসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মোহাম্মদ সামির ৬ রানে ৫ উইকেট এখনো সেরা। ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন কেভন কুপার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের চেয়ে বেশিবার ৫ উইকেট-কীর্তি আছে কেবল শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার (৪ বার)। সাকিবের সমান ৩ বার করে দক্ষিণ আফ্রিকার ডেভিড ভিসে ও অস্ট্রেলিয়ার জেমস ফকনারের। 

ইনিংসের নবম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে সাকিব দিয়েছিলেন ৭ রান। বাঁহাতি স্পিনার নিজের পরের ওভারের প্রথম বলেই আউট করেন শাহরিয়ার নাফীসকে। এই ওভারে ৪ রান দিয়ে নেন শাহরিয়ারের উইকেটটি।

তৃতীয় ওভারেও মিতব্যয়ী বোলিং সাকিবের। এবার ৩ রান দিয়ে নেন মোহাম্মদ মিঠুনের উইকেট। ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট। তবে তখনো তার জাদু বাকি!

সাকিব নিজের শেষ ওভারটি করতে আসেন ইনিংসেরও শেষ ওভারে। প্রথম বলে রবি বোপারা দুই রান নিতে গিয়ে জিয়াউর রহমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন। দ্বিতীয় বলে স্লগ শট খেলতে গিয়ে লং অনে কাইরন পোলার্ডকে ক্যাচ দেন জিয়াউর।

তৃতীয় বলে একটা সিঙ্গেল নিতে পারলেন লাসিথ মালিঙ্গা। পরের দুই বলে আউট সোহাগ গাজী ও রুবেল হোসেন। শেষ ওভারে সাকিব ২ রান দিয়ে নেন ৩ উইকেট! ম্যাচ শেষে সাকিবের বোলিং ফিগার ৩.৫-০-১৬-৫।

প্রথম ৭ ওভারে ১ উইকেটে ৭১ রান তোলা রংপুর অলআউট হয় ১৪২ রানে। শেষ ওভারে তারা সাকিবের পাঁচ বলের মধ্যে হারায় ৪ উইকেট!



রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়