ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিজেদের সেরাটা খেলেই রংপুরকে হারাতে চান মাহমুদউল্লাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেদের সেরাটা খেলেই রংপুরকে হারাতে চান মাহমুদউল্লাহ

সংবাদমাধ্যমের সামনে কথা বলছেন মাহমুদউল্লাহ। ছবি: ইয়াসিন হাসান

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : বিপিএলের হাই প্রোফাইল দল ঢাকা ডায়নামাইটসকে ঢাকায় প্রায় হারিয়ে দিয়েছিল খুলনা টাইটান্স। কিন্তু কাইরন পোলার্ডের ব্যাটিং তাণ্ডবে জয় হাতছাড়া হয় খুলনার। রোমাঞ্চকর ম্যাচে হারলেও খুলনা পরের ম্যাচেই হাত থেকে ফসকে যাওয়া ম্যাচ জেতে আরিফুল হকের নৈপুণ্যে।

এবার খুলনার সামনে আরেক হাই প্রোফাইল দল রংপুর রাইডার্স। শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহর খুলনা। ৭ ম্যাচে ৪ জয় নিয়ে খুলনা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। মাশরাফির রংপুর ৬ ম্যাচে ৪ জয় নিয়ে রয়েছে পাঁচে।

খুলনাকে হারাতে পারলে চারে ওঠার সুযোগ থাকবে রংপুরের। অপরদিকে খুলনা জিতলে দুইয়ে উঠে যাবে। দুই দল এবারের বিপিএলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। দুই দলেই রয়েছে টি-টোয়েন্টির বড় তারকারা। তবে নামের বিচারে রংপুরই এগিয়ে। পাশাপাশি শেষ দুই ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ায় রংপুর এগিয়ে। মাশরাফির দলকে হারাতে নিজেদের সেরা খেলাটার বিকল্প নেই খুলনার।

বৃহস্পতিবার খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘রংপুর বেশ ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদেরকেও ভালো ক্রিকেট খেলতে হবে। তাদের দলে বেশ কয়েকজন বড় দরকা রয়েছে। বড় নাম থাকাটা স্বাভাবিক। তবে তাদের হারানোও সম্ভব। হারাতে হলে আমাদেরকে অবশ্যই সেরা ক্রিকেটটা খেলতে হবে।’

পয়েন্ট টেবিলের তিনে থেকেও মাহমুদউল্লাহ নির্ভার নন। দুই-একটি ম্যাচের পারফরম্যান্স পাল্টে দিতে পারে টেবিলের চিত্র। খুলনার অধিনায়ক স্পষ্ট করে বলেছেন, ‘পয়েন্ট টেবিলটা এখন খুবই জমজমাট মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এখন প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই ভালো। সবগুলো দলই বেশ শক্তিশালী।’

শেষ ম্যাচে আরিফুলের ১৯ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে রাজশাহীকে হারায় খুলনা। সতীর্থের এমন পারফলম্যান্সে মাহমুদউল্লাহ বেশ খুশি। উচ্ছ্বাস নিয়ে বলেছেন, ‘লোয়ার মিডল অর্ডারে আরিফুলের মতো ব্যাটসম্যান আমাদের ব্যাটিং লাইনআপে অনেকটা শক্তি যোগাচ্ছে। আমি সব সময়ই বিশ্বাস করতাম যে, আরিফ ম্যাচ জেতানোর মতোই একজন ক্রিকেটার। এই  ব্যাপারটা সে শেষ ম্যাচে প্রমাণ করেছে। আশা করি, এটা সে বারবার করবে।’



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৩ নভেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়