ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সবার ওপরে মাহমুদউল্লাহ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবার ওপরে মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহর আরেকটি ফিফটি

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে ধারাবাহিকভাবে হাসছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক।

চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। আর এই ইনিংসের মধ্যে দিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে উঠে গেছেন ৩১ বছর বয়সি ব্যাটসম্যান।

মাহমুদউল্লাহ ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকে এখন পর্যন্ত ৫৮ ম্যাচে মাহমুদউল্লাহর রান ১ হাজার ৩৩৬। ফিফটি আছে সাতটি। সর্বোচ্চ ৬২।



৫৩ ম্যাচে ১ হাজার ২৯২ রান মুশফিকের। সর্বোচ্চ ৮৬ রান করা মুশফিকের ফিফটি ৮টি। ৩৭ ম্যাচে ১ হাজার ৬৯ রান নিয়ে তার পরেই আছেন তামিম ইকবাল। বিপিএলে একমাত্র তামিমেরই ফিফটির সংখ্যা দুই অঙ্ক ছুঁয়েছে (১২টি)।

হাজার রান আছে আর মাত্র পাঁচজনের- সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও নাসির হোসেন।

এবারের বিপিএলেও এখন সবচেয়ে বেশি রান মাহমুদউল্লাহর। ৭ ম্যাচে দুই ফিফটিতে তার সংগ্রহ ২৪৮ রান। সমান ম্যাচে ২৩৯ রান নিয়ে দুইয়ে আছেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস। ২১৯ রান রংপুর রাইডার্সের রবি বোপারার।



রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়