ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধীরগতির সেঞ্চুরিতে স্মিথের রেকর্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ২৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধীরগতির সেঞ্চুরিতে স্মিথের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সতীর্থরা যখন একের পর এক ফিরে যাচ্ছিল তখন ধৈর্য্যরে মূর্ত প্রতীক হয়ে ক্রিজে থাকেন তিনি। ১৪৮ বল খেলে ৬৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেন। আজ শনিবার ভোরে আবার ব্যাট করতে নামেন। সঙ্গী হারাতে থাকলেও তিনি থাকেন অবিচল। ২৬১ বল খেলে তুলে নেন অনবদ্য সেঞ্চুরি।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে টেস্টে সবচেয়ে ধীরগতিতে সেঞ্চুরি করা তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। ২০১০ সালে সাইমন ক্যাটিচ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তার আগে ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ডেভিড বুন ২৮৪ বল খেলে করেছিলেন সেঞ্চুরি। তার পর আজ অ্যাশেজ সিরিজে ধীরগতির সেঞ্চুরি করলেন স্মিথ। যা স্মিথের টেস্ট ক্যারিয়ারেরও সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। এর আগে তিনি চলতি বছর রাঁচিতে ভারতের বিপক্ষে ২২৭ বল খেলে সেঞ্চুরি করেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়