ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চারশ থেকে ৭ উইকেট দূরে ব্রড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চারশ থেকে ৭ উইকেট দূরে ব্রড

মাইলফলকের সামনে স্টুয়ার্ট ব্রড

ক্রীড়া ডেস্ক : আর ৭ উইকেটের অপেক্ষা। ৭ উইকেট পেলেই ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন স্টুয়ার্ট ব্রড।

এর আগে ইংল্যান্ডের হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ডানহাতি এই পেসার অবশ্য এরই মধ্যে ৫০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন। ১৩১ ম্যাচে অ্যান্ডারসনের উইকেট ৫১৪টি।

পার্থে বৃহস্পতিবার শুরু অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলতে নামার আগে ১১১ ম্যাচে ব্রডের উইকেট ৩৯৩টি। এই টেস্টে মাইলফলক ছুঁতে পারবেন ৩১ বছর বয়সি ডানহাতি পেসার?

এই টেস্টে খেলতে নেমেই অবশ্য একটি মাইলফলক ছুঁয়ে ফেলছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। ইতিহাসের অষ্টম আর ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে দেড়শ টেস্ট খেলতে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/পরাগ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়